
একরামুল হক বেলাল,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুর পৌর শহরে এক আইনজীবির বাড়ীতে দুর্ধর্ষ চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ রনি (২৩) নামের একজনকে গ্রেফতার করে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে। গ্রেফতারকৃতের পিতার নাম ফজলার রহমান। বাড়ী পৌর শহরের ধুপিপাড়া মহল্লায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রেজাউল জানান, গত সোমবার সন্ধ্যায় আমিরগঞ্জ লাইনপট্টি্ এলাকা থেকে রনিকে গ্রেফতার করে। পরে সে পুলিশের কাছে আইনজীবি ওমর ফারুকের বাড়ী চুরির বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। রনির তথ্য মতে এসআই রেজাউল গ্রেফতারকৃত রনির ৩ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
উল্লেখ্য, গত ১ অক্টোবর রাত ৯টার দিকে পার্বতীপুর পৌর শহরের আমিরগঞ্জ মহল্লায় বসবাসরত আইনজীবি ওমর ফারুকের বাড়ীর ভেতরের জানালার গ্রীল কেটে কে বা করা প্রবেশ করে নগদ সাড়ে ৩ লাখ টাকা, ৩ ভরি ওজনের স্বর্ণের গলার হার ৩টি মোবাইল ফোন চুরি করে নিয়ে গেছে। ওমর ফারম্নক জানায়, তিনি পরিবার নিয়ে বিয়ে বাড়ী থেকে বাড়ী ফিরেই ঘরের ভেতরের আসবাবপত্র ভাংচুর ও এলোমেলো দেখে সন্দেহ হয়। পরে বুঝতে পারেন তার বাড়ীতে চোর প্রবেশ করে উল্লিখিত টাকা মালামাল নিয়ে যায়। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।