উপজেলা পরিষদ নির্বাচন/২০১৪ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে পার্বতীপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ১০টি ইউনিয়ন থেকে আগত জাসদের নেতাকর্মীরা আনুষ্ঠানিক ভাবে আসন্ন উপজেলা নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীদের সমর্থন দেন।
এ সময় পার্বতীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও চেয়ারম্যান প্রার্থী মো. হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান মো. রেজাউল করিম (ভাইস চেয়ারম্যান প্রার্থী), আওয়ামী লীগ নেত্রী উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম উপজেলা আ.লীগের সহ-সভাপতি এম.এ ওহাব সরকার, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান, কৃষিবিদ নুর মোহাম্মদ রাজা উপজেলা জাসদের সাবেক সভাপতি শামসুজ্জোহা, উপজেলা জাসদের নেতা মুসলিমুর রহমান, হাফিজুর রহমান কাজল, মামনুর রশিদ, এম এ জলিল সরকার প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা জাসদের আহবায়ক আতাউর রহমান। উলে¬খ্য, আগামী ৩১ মার্চ পার্বতীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে একক প্রার্থী রয়েছে।