সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে আদিবাসী পল্লীতে বিনা মূল্যে সৌর বিদ্যুত আলোকিত হলো ৬৮ জীর্ণ কুটির

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ দিনাজপুরের পার্বতীপুরে আদিবাসী মুশহর পল্লীতে বিনা মূল্যে সরবরাহ করা হলো সৌর বিদ্যুত। সৌর বিদ্যুতের আলোতে আলোকিত হয়ে উঠলো ওই গ্রামের ৬৮টি পরিবারের জীর্ণ কুটির। শুক্রবার সকাল ১০টায় সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি মন্মথপুর ইউনিয়নের খোড়াখাই চাকলা বাজারের মুশহর পাড়ায় সৌর পল্লীর উদ্বোধন করেন। হেকস-সুইজারল্যান্ড এর আর্থিক সহায়তায় পার্বতীপুরের বেসরকারী সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্র ‘আলো’ নামের প্রকল্পটি বাস্তবায়ন করে। এতে ব্যয় হয় প্রায় ৫লাখ টাকা। মুশহর পল্লীতে আয়োজিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী আব্দুল হাকীম মিয়া, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান নির্বাহী মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম। সভাপত্বি করেন সংশি­ষ্ট ইউপি চেয়ারম্যন মোঃ ওয়াদুদ আলী শাহ। মন্ত্রী আদিবাসী মুশহর পল্লীতে পৌছালে আদিবাসী নারীরা আদিবাসী সংস্কৃতির বাদ্যবাজনায় মন্ত্রীকে স্বাগতঃ জানায়। তিনি মিলন কুমারের জীর্ণ কুটিরে প্রবেশ করে প্রকল্পটি উদ্বোধন করেন।

Spread the love