বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পার্বতীপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। পার্বতীপুরে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ রবিবার র‌্যালী উদ্বোধন করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম। এরপর মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা বেগমের নেতৃত্বে র‌্যালীটি আত্মঃজেলা বাসটার্মিনাল হয়ে উপজেলায় এসে শেষ হয়। এসময় র‌্যালীতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন শাহি, মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদ আলম, সুপ্র’র জেলা কমিটির সম্পাদক ও কাম টু ওয়ার্কের নির্বাহী পরিচালক মতিউর রহমান, সুপ্র’ জেলা কমিটির জেলা ক্যাম্পেইন ফ্যাসিলেটর মোকারম হোসেন মানিক ও সুপ্র’র জেলা কমিটির সদস্যা মঞ্জুমা আক্তার বেলী। এছাড়া পল্লীশ্রীর আমবাড়ীর ইউনিট ম্যানেজার মোখলেছুর রহমান, এসএস মোয়াজ্জেম হোসেন ও সূর্যের হাসি ক্লিনিকের কর্মচারীরাসহ বিভিন্ন সংগঠনের নারীরা অংশ নেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘‘নারীর ক্ষমতায়ন মানবতার বাসত্মবায়ন’’। র‌্যালী শেষে উপজেলা হলরম্নমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়