শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে আমগাছ কর্তনের অভিযোগ

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ

দিনাজপুরের পার্বতীপুরে আবাদী জমিতে ছায়া পড়ার অভিযোগে গতকাল সোমবার সকালে ১০টি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষরা। সেই সাথে অবশিষ্ট ৫০টি গাছ ২৪ ঘন্টার মধ্যে কেটে ফেলার আলটিমেটাম দিয়েছে তারা।

জানাযায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর সরপকুরা গ্রামের নাদির হোসেন তার নিজ জমিতে বিভিন্ন প্রজাতীর আম গাছ লাগায়। এক সময় গাছ গুলো ফল দিতে শুরু করে। কিন্তু প্রতিপক্ষ আঃ রহিম ও আবুল হোসেন গাছের ডাল-পালা তার জমির উপর আকাশ সীমা লংঘন করে ছায়া পড়ার অজুহাতে ১০টি আম গাছ কেটে ফেলে।

নাদির হোসেন জানান, প্রতিপক্ষরা ১০টি গাছ কেটে ফেলেছে সেই সাথে অবশিষ্ট গাছ গুলো কেটে নেওয়ার হুমকী প্রদান করেছে।

Spread the love