
মোঃ মনজুরুল আলম ষ্টাফ রির্পোটার, পার্বতীপুর : দিনাজপুরের পার্বতীপুরে আলুবাহী পাওয়ার ট্রলিতে অগ্নিসংযোগ করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা।
বুধবার রাত ১টার দিকে দিনাজপুর-পার্বতীপুর সড়কের হযরতপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোসত্মাফা কামাল জানান, দিনাজপুর-পার্বতীপুর সড়কের হযরতপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় রাত ১টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা পাওয়ার ট্রলির আলুর বস্তায় পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।
ভটভটি চালক সামিউল জানায়, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর থেকে কৃষিকাজের চাষাবাদের জন্য তৈরীকৃত শ্যালো ইঞ্জিনচালিত পাওয়ার ট্রলিতে ৩৩ বস্তা আলু নিয়ে ফুলবাড়ী যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত ১০-১২জন ব্যক্তি পার্বতীপুর সড়কের হযরতপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় গতিরোধ করে আলুর বসত্মায় পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এতে ৫বস্তা আলু পুড়ে যায়।
পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ মাহামুদুল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।