বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পার্বতীপুরে আশ্রয়ন প্রকল্পের সমবায় সমিতির টাকা আত্মসাতসহ অনিয়ম ও দূর্নীতির তদন্ত সম্পূর্ন

দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুর উপজেলার চন্ডিপুর কালিকাবাড়ী আশ্রয়ন প্রকল্পের বহুমুখী সমবায় সমিতির সভাপতি কর্তৃক টাকা আত্নসাতসহ ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগে তদন্ত সম্পূর্ন। সমিতির সাবেক সভাপতি সাদেকুল ইসলামের কাছ থেকে টাকা আদায় যোগ্য বলে উল্লেখ্য করা হয়েছে।

জানা যায়,এলাকার ভূমিহীন ও আশ্রয়হীন পরিবারের বাসস্থান ও কর্মস্থানের লক্ষে  সরকার কর্তৃক ২০০০ সালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ঝাড়ুয়ারডাঙ্গা এলাকায় কালিকাবাড়ী আশ্রয়ন-১ প্রকল্পের ৬০ পরিবারের জন্য ৬০টি বাড়ী নির্মান করে তা বরাদ্ধ দেয়া হয়। পরিবারগুলোর কর্মস্থানের জন্য ৩ একর ৮৮ শতক ও ১ একর ১৬ শতক দুইটি পুকুর বরাদ্ধ দিয়ে ২০০১ সালে উপজেলা সমবায় অফিসারের মাধ্যমে কালিকাবাড়ী আশ্রয়ন বহুমুখী সমবায় সমিতির নামে ৬০ পরিবারের ১২০ জন সদস্য করে মুক্তিযোদ্ধা ছলিমুদ্দিনকে কমিটির সভাপতি করে ৭ সদস্য কমিটি গঠন করে। কমিটি ২০০৬ সাল পর্যন্ত চালার পর তৎকালীন উপজেলা সমবায় অফিসার হেলালুর রহমান স্বাক্ষারীত গত ২৮/১২/১০ তদন্ত প্রতিবেদন, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আবু দাইয়ান কর্তৃক গত ২০/০৬/১১ সালে তদন্ত প্রতিবেদন উল্লেখ করেন, সাদেকুল ইসলামকে এ্যাডহক কমিটির প্রধান করে দায়ীত্ব পাওয়ার পার থেকে সমিতির টাকা অত্নসাতসহ ব্যাপক অনিয়ম ও দূর্নীতি করেছে বলে সমিতির অন্যান্য সদস্যরা অভিযোগ করেন। সাবেক সভাপতি সাদেকুল ইসলাম তৎকালীন সমবায় অফিসারের সাথে লিয়াজু করে ২০০৯ সাল পযুন্ত সমিতি পরিচালনা করে। এর মধ্যে সাদেকুল বাদী হয়ে সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ছলিমুদ্দিনকে আসামী করে সমিতির  পুকুর ইজারা ও মাছ বিত্রিুর ১ লাখ ৮১ হাজার টাকা আত্নাসাত দেখিয়ে মামলা দায়ের করেন। এ ছাড়াও সমিতি থেকে ৬ পরিবার ১২জন সদস্যকে সমিতির সকল কার্যত্রুম থেকে বঞ্চিত করেন। গত ০৩/০৬/১১ তারিখে সাদেকুলে নেতৃতে সাবেক সভাপতি সহ ৫/৬ জনকে বেধড়ক মারডাং করে। সাদেকুল সমিতির সভাপতি হওয়ার পর থেকে অদ্যবধি কোন হিসেব দেয়নি বলে বর্তমান উপজেলা সমবায় কর্মকর্তা আ.স.ম আব্দুর রশিদ বলেন। সদস্যদের অভিযোগ সাদেকুল সমিতির সভাপতি থেকে সে ৭ লাখ ২০ হাজার ১০ টাকা আত্নসাতে করেছে। উপজেলা নির্বাহী অফিসারে ৪৭, ৬১, ২৭৭৭, ০০০, ২৭, ০০৭, ১২ স্বারকে পার্বতীপুর উপজেলা সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক এস এম কামরুজ্জামানকে সভাপতি করে ৩ সদস্য বিশিষ্ট একটি অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটি গঠন করে পত্র দেয়। সাদেকুল পত্র পাওয়ার পরও ক্ষমতা হস্তান্তর না করে জেলা সমবায় অফিসে যোগাযোগ করে। মোটা অংকের উৎকোচ দিয়ে নিজের পদ ঠিক রেখে ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করে। সমিতির চার্জ হস্তান্তরে গড়িমশির কারনে গত ২৬/০৮/১৩ সমিতির সদস্যরা এ নিয়ে আবারও লিখিত অভিযোগ দায়ের  করে। এ নিয়ে গত ১৬ সেপ্টেম্বর সোমবার বিকেলে সমিতির প্রায় ৪০ জন সদস্য পার্বতীপুর উপজেলা সমবায় অফিসে গিয়ে কর্মকর্তার সাথে বাক-বিতান্ডের একপর্যয়ে ৭দিনের মধ্যেই সমিতির সভাপতির কাছ থেকে ক্ষমতা হস্তান্তর করে অন্তবর্তী ব্যবস্থাপনা কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর অঙ্গিকার করলে সমিতির সদস্যরা বাড়ী ফিরে যায়। এনিয়ে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসারে ৪৭. ৬১. ২৭৭৭. ০০০. ২৭. ০০১. ১২. ২৩৭ স্বারক কালিকাবাড়ী আশ্রয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর পুকুর থেকে মাছ বিত্রিুর ৭ লাখ ২০ হাজার টাকা আত্নসাতের অভিযোগে উপজেলা সমবায় আফিসার আ.স.ম আব্দুর রশিদ এক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন, ২০১০,২০১১.২০১২ ও ২০১৩ বছরে মাছ বিত্রিু পুকুর ইজরা ও সঞ্চয় আদায় থেকে ৭ লাখ ৩০ হাজার ১৫১ টাকা থেকে সভাপতি বিভিন্ন ব্যয় করেন ৫ লাখ ৬ হাজার ৯০৪ টাকা। বাকি অবশিষ্ট ২ লাখ ২৩ হাজার ২৪৭ টাকা সমিতির সাবেক সভাপতি সাদেকুল ইসলামের কাছ থেকে আদায় যোগ্য বলে উল্লেখ্য করা হয়েছে।