
একরামুল হক বেলাল,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ
পার্বতীপুর পৌর শহরের একটি পরিবারের সবাই তাদের পূর্বে ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে।
জানা যায়,চলতি ২০১৪ ইং সালের গত ৩ নভেম্বর দিনাজপুরের নোটারী পাবলিকে এফিডেফিটের মাধ্যমে এ্যাডভোকেট মোহাম্মাদ ওমর ফারুকের সহায়তায় শহরে সাবেপাড়া মহল্লার দুখিনি রায়, স্বামী মৃত: পূর্ণ রায়, তার ছেলে শ্রী সুজন রায়, তার স্ত্রী কল্পনা রানী, তাদের নাবালক ও নাবালিকা সন্তান সাগর রায়, সাগরিকা রানী, পুজা রানী ও মনা রানী ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে স্বপ্রনোদিত হয়ে তাদের পূর্ব হিন্দু ধর্ম (সনাতন) ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন করেন। তাদের বর্তমান নাম মোছাঃ ফাতেমা বেগম (৬১), মোহাম্মাদ আলী ওরফে সুজন (৩৬), মোছাঃ খাদিজা বেগম ওরফে কল্পনা (৩৪), তাদের নাবালক ও নাবালিকা সন্তান মোঃ সাগর আলী (৮), মোছাঃ সাগরিকা খাতুন (৯), মোছাঃ আয়শা খাতুন (২) ও মোছাঃ মনিরা খাতুন (৯ মাস)। দিনাজপুরের নোটারি পাবলিক এফিডেভিটের মাধ্যমে তাদের জন্ম নিবন্ধন, স্কুল সার্টিফিকেট, জমির দলিলাদিতে নাম পরিবর্তনের জন্য গৃহিত হইবে। তাহাদেরকে কেউ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্ররোচিত করেন নাই। ইহা তাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। এর আগে গত ৩১ অক্টোবর পার্বতীপুর পৌর শহরের সাহেবপাড়া জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ আবুল কাশেম এর পবিত্র কলেমা-লা ইলাহা ইল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ’ মৌখিকভাবে পাঠ করিয়া, শুনিয়া ও শোনাইয়া ইসলাম ধর্মের প্রতি আনুগত প্রকাশ ও পূর্ণ বিশ্বাস স্থাপন করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করেন তারা।
এদিকে, মোহাম্মদ সুজন আলী বলেন, যেহেতু তাদের পূর্ব ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেহেতু তাদের পরিবারের প্রতি সহানুভূতির হাত প্রসারিত করার জন্য মুসলমান জাতি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। এছাড়া আল্লাহ ও রাসুলের আদেশ ও নিষেধ মেনে চলার জন্য তাদের পরিবারের জন্য দোয়াও কামনা করেন।