
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে একটি বাড়ী একটি খামার প্রকল্প ব্যবস্থাপনা ও আয়বর্ধক কর্মকান্ড সৃজন শীর্ষক দু’দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮-৬-১৬) সকাল ১০ টায় উপজেলা হলরুমে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান সভাপতিত্বে প্রথম দিনের কমসূচী শুরু করা হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ্ মোঃ রওশন কবির, মৎস্য কর্মকর্তা তারাপদ চৌহান, উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা খলিলুর রহমান, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সমন্বয়কারী মোঃ শাহিন।
কর্মশালায় পার্বতীপুর উপজেলার একটি বাড়ী একটি খামার প্রকল্পের ৯০টি সমিতির সভাপতি, ব্যবস্থাপক ও ব্যবস্থাপনায় নিয়োজিত মহিলা সদস্যরা অংশ নেন। কর্মশালায় মৌসুমী কৃষি, নতুন প্রযুক্তি গ্রহন, কৃষি উৎপাদন বৃদ্ধিতে সার, বীজের যথাযথ ব্যবহার, গবাদিপশু পালন, হাস-মুরগি পালন, মৎস্য চাষ, রোগবালাই ও চিকিৎসা পদ্ধতির উপর বক্তারা বক্তব্য রাখেন।