
একরামুল হক বেলাল,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে শহরের বাবুপাড়া এলাকার এতিম খানায় এতিম ছাত্র দিয়ে সুইপারের কাজ করানোর অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর শহরের রেল ষ্টেশন সংলগ্ন বাবুপাড়া আজিজিয়া হাফেজিয়া কাওমী মাদ্রাসা লিল্লাহ বোডিং ও এতিম খানার এতিম ছাত্র বাঙ্গালীপুর বয়তপাড়া গ্রামের ইসমাইল হোসেনের পুত্র আব্দুল খালেক,বেলাইচন্ডি বালুচর গ্রামের বাবলুর পুত্র মামুন, কালিকাবাড়ী নয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের পুত্র নাছিম,শিয়ালকোর্ট গ্রামের আবু তাহেরের পুত্র আব্দুল লতিফসহ ৭/৮ ৫ম শ্রেনীর ছাত্র গত মঙ্গলবার গভির রাতে মাদ্রাসার ল্যাট্রিনের মল ভর্তি কুপ পরিস্কার করানো হচ্ছে।
এতিম খানার শিক্ষক মৌলানা আনোয়ার হোসেন এ বিষয়ে বলেন, যে কেই এ কাজটি করলে বেৃন-বুদ্ধি খুলে যাবে।
মাদ্রাসা ও এতিম খানার প্রধান শিক্ষক মৌওলানা ছামিউল ইসলামের সংগে মুঠোফোনে (০১৭৬৭৫৭৫৩৩৭) কথা হলে তিনি ছাত্রদের দিয়ে সুইপারের কাজ করা হচ্ছে স্বীকার করেন।