
দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর পার্বতীপুরের হত-দরিদ্র পরিবারের গৃহবধু এসিডদগ্ধ ফেন্সি আরা খাতুনকে স্বাবলম্বী করে তোলার জন্য ব্রাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পক্ষ থেকে একটি গাভী প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের দক্ষিন শালন্দার স্কুল পাড়ায় অনুষ্টানিক ভাবে গাভীটি ফেন্সি আরার হাতে হস্তান্তর করেন ব্রাক রংপুর অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম (লাল বাবু) এর সভাপতিত্বে অনুষ্টিত গাভী প্রদান অনুষ্টানে বক্তব্য রাখেন, আঞ্চলিক ব্যবস্থাপক জিল্লুর রহমান, আর ডি আরএস এর দিনাজপুরের প্রজেক্ট অফিসার মারুফা পারভীন, উপজেলা ভেটেনারী সার্জন ডাঃ আবু সরফরাজ হোসেন, সাংবাদিক এম এ আলম বাবলু, স্থানীয় ইউপি মহিলা সদস্য তছকিনা বেগম ও এসিড সন্ত্রাসের শিকার ফেন্সি আরা খাতুন।
পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউপির দক্ষিন শালন্দার গ্রামে ২০০৪ সালের ১৬ জুন রাত ৩ টায় নিজ বাড়ীতে ঘুমন্ত অবস্থায় এসিড সন্ত্রাসের শিকার হয় ফেন্সি আরা খাতুন, তার কন্য হাজেরা খাতুন ও স্বামী হাফেজ উদ্দিন সরকার। তার পর থেকে পরিবারটি অর্থ কষ্টসহ অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করছে। তাদের এই অবস্থার কথা জানতে পেরে আর ডি আর এস এর পক্ষ থেকে পরিবারটিকে বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করা হয়েছে।