
আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টারঃ
দিনাজপুরের পার্বতীপুরে কাম টু ওয়ার্ক কর্তৃক প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
গত শনিবার সকালে কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ) এর আয়োজনে লিলিয়ান ফাউন্ডেশন নেদারল্যান্ডের আর্থিক সহযোগিতায় সংস্থার প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পার্বতীপুর উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম শাহ্। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক মানববার্তার বার্তা সম্পাদক মো. মাহ্ফিজুল ইসলাম (রিপন)। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ)’র পিআরআইসিবিআরএনপি প্রজেক্টের মিডিয়েটর মো. খালেদুর রহমান মুরাদ, ফাইন্যান্স এন্ড এ্যাডমিন অফিসার মো. মোকাররম হোসেন মানিক। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ)’র প্রতিষ্ঠাতা সদস্য মো. খাদেমুল ইসলাম। অনুষ্ঠানে ৩৯জন প্রতিবন্ধী শিশুদের মাঝে চিকিৎসা ভাতা, কোচিং ফি, স্কুল যাতায়াত ফি বাবদ সর্বমোট ২৯ হাজার ১ শ ৫৯টাকা ও ২জন প্রতিবন্ধী শিশুকে ২টি হুইল চেয়ার বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন কাম টু ওয়ার্ক (সিটিডাব্লিউ)’র এমএফপি প্রোগ্রামের সিও মো. জাহেনুর আলম।