পার্বতীপুরে ঢাকাস্থ পার্বতীপুর সমিতি উপজেলার বিভিন্ন কলেজের উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট ও সনদ পত্র প্রদান করে। গতকাল বৃহস্পতিবার প্রগতি সংঘ চত্বরে দুপুর ১২টায় সংগঠনের সভাপতিত্বে শুরু হওয়া সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেজর জেনারেল আবুল কালাম আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জের জেলা দায়রা জজ আ.ন.ম আবু সাইদ. নীলফামারীর দায়রা জজ হাসানুজ্জামান, ব্রিগেডিয়ার জেনারেল (অব) তোজাম্মেল হক, পূর্ব রেলের প্রজেক্ট জিএম আনোয়ারুল কবির, ডাঃ মাহমুদুল হাসান, সাবেক সংসদ রেজওয়ানুল হক, রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার এ্যাডভোকেট আঃ হাই, ব্যাংকার শাহ অলম, মুজিবুল আনাম লাবিব, অধ্যক্ষ আঃ রাজ্জাক সরদার, উপজেলা চেয়ারম্যান, আমিনুল ইসলাম, রেজাউল করিম, সিদ্দীক গজনবী, মেয়র এজেডএম মেনহাজুল হক, আইনুল ইসলাম বাদল ও প্রগতি সংঘের সভাপতি আনোয়ারুল ইসলাম।
সভাায় বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডে পার্বতীপুরের আদর্শ ডিগ্রী কলেজ প্রথম স্থান ও পার্বতীপুর ভবানীপুর ইসলামীয়া কামিল মাদ্রাসা মাস্টার্স পরীক্ষার ফলাফলে দেশ সেরা হওয়ায় দুই প্রতিষ্ঠানের প্রধানের হাতে ক্রেস্ট প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।