বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে কয়লা লোপাটের ঘটনায় কে এই মাসুম

একরামুল হক বেলাল,পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি ঃ
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৩০০মেট্রিক টন কয়লা লোপাটের ঘটনায়
দেরীতে ব্যাংকে টাকা জমার পর খনি কর্তৃপ আউট সোসিং কর্মচারী ২জনকে
চাকুরিচুত ও বিসিএমসিএল’র ৩ জন কর্মকর্তাকে সাময়ীক বরখাস্ত করেছে। তাহলে
টাকা জমাদানকারী কে এই মাসুম। বরখাস্ত কর্মচারীদের পূর্ন বহালের নুতন
কৌশল আবলম্বন করেছে বলে খনি এলাকায় গুনজন উঠেছে।
জানা যায়, দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৯ নম্বর হামিদপুর ইউনিয়নে
অবস্থিত বড়পুকুরিয়া কয়লা খনির ৩০০মেট্রিক টন কয়লা লোপাটের ঘটনায় কর্তৃপ
গত রবিবার ২ নভেম্বর বিকেলে আউট সোসিং কর্মচারী হিসেবে নিয়োগ প্রাপ্ত
অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ ও পিয়ন রবিউল ইসলামকে
বরখাস্ত এবং বিসিএমসিএল’র জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) আব্দুল
মান্নান পাটোয়ারী, ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র সাহা ও ডিএম
(সেল্স) কামরুল ইসলামকে সাময়ীক ভাবে বরখাস্ত করা হয়েছে। এ নিয়ে খনি
এলাকায় ব্যাপক গুঞ্জন উঠেছে যে, গত ২০ সেপ্টেম্বর দিনাজপুরে মালদাপট্টি,
অগ্রনী ব্যাংক শাখায় বিসিএমসিএল’র একাউন্টে অন লাইনে ২৭ লাখ ৬০ হাজার
টাকা জমাদানকারী কে এই মাসুম। সুত্রটি জানায়, বিসিএমসিএল’র খনির জেনারেল
ম্যানেজার (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী ৫ লাখ,  ডেপুটি
জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র সাহা ১২ লাখ ৬০ হাজার, কম্পিউটার অপারেটর
শাকিল আহাম্মেদ ৫ লাখ ও নুসআত ট্রেডার্সের স্বাত্বাধিকারী, আরাফাত রহমান
৫ লাখ এই মোট ২৭ লাখ ৬০ হাজার টাকা মাসুম আলীর নামে অগ্রনী ব্যাংক
ফুলবাড়ী শাখায় জমা না করে কৌশলে অন লাইনের মাধ্যমে দিনাজপুরে মালদাপট্টি,
অগ্রনী ব্যাংক শাখার বিসিএমসিএল’র একাউন্টে জমা দেয়। এ যাবত ঢাকা সাভারের
জিরানীবাজার এলাকার রবিন ট্রের্ডাসের স্বতাধীকারী মাসুস আলীকে আড়ালে রাখা
হয়েছে। তাহলে কে বা কারা এই মাসুম আলীর নাম ব্যবহার করে অন লাইনে টাকা
জমা দিলেন। বিষয়টি অন্ধকারেই রয়ে গেল বলে অনেকেরই অভিমত ব্যক্ত করেছেন।
গত ৩ নভেম্বর বিকেলে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের
ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান টাকা প্রাপ্তির স্বীকার করে এ
প্রতিনিধিকে বলেন, খনির একাউন্টে টাকা জমা হয়েছে।
গতকাল রবিবার বিকেলে মুঠোফোনে বিসিএমসিএল’র খনির জেনারেল ম্যানেজার (অর্থ
ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী, ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল
চন্দ্র সাহা, কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ, নুসআত ট্রেডার্সের
স্বাত্বাধিকারী, আরাফাত রহমান সকলেই এই টাকার বিষয়ে অস্বীকার করে বলেন,
আমরা কোন টাকা দেইনি। কে টাকা জমা করেছে আমরা এ বিষয়ে জানি না।
এদিকে সরকার ও জন সাধারনের আই ওয়াশ করতে খনি কর্তৃপ ৩০০মেট্রিক টন কয়লা
লোপাটের ঘটনায় বিসিএমসিএল’র তিন কর্মকর্তাকে চাকুরিতে পূর্নবহালের নতুন
কৌশলে অবলম্বন করেছেন।

Spread the love