
আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ
দিনাজপুরের পার্বতীপুর জিআরপি থানা পুলিশ এক গাজা ব্যবসায়ী কে গ্রেফতার করেছে। গত সোমবার দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।
পার্বতীপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ একে এম লুৎফর জানান, গত সোমবার দুপুরে শহরের রহতনগর এলাকা থেকে আঃ রহিম (৪০) কে গাজাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। তার বিরম্নদ্ধে মডেল থানা ও জিআরপি থানায় একাধিক মামলা রয়েছে। পরে বিকেলে ভ্রাম্যমান আদালত বসিয়ে আঃ রহিম (৪০) কে ২ মাসের সশ্রম কারাদন্ড দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাহেনুল ইসলাম। ধৃত আঃ রহিম শহরের জাহাঙ্গীর নগর মহলস্নার মৃত গোলাম নবীর পুত্র।