
পার্বতীপুর (দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে বেলী বেগমের (২৫) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পার্বতীপুর মডেল থানা পুলিশ ওই গৃহবধূর মৃতদেহ উদ্ধার করে। এঘটনয় রাতে থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। লাশ ময়না তদন্তের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় পারিবারিক কলহের জের ধরে স্বামীর বাড়ীর ঘরের বরগায় ওড়না পেচিয়ে এক সন্তানের জননী গৃহবধু বেলী বেগম (২৫) রহস্যজনক ভাবে আত্মহত্যা করে। তাদের ৭ বছরের একটি কণ্যা সন্তান রয়েছে। পারিবারিক সুত্রে জানা গেছে, গত ১০ বছর আগে রংপুর কোতয়ালী মুসলিমপাড়া এলাকার মৃত তসলিম উদ্দীনের কণ্যার সাথে পার্বতীপুর উপজেলার রামপুর ইউনিয়নের সাকোয়া পাড়া ওপারের ডাঙ্গা গ্রামের আনোয়ার হোসেনের পুত্র আবেদুল হকের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য নানা ভাবে বেলী বেগম কে নির্যাতন করে আসছিল তার স্বামী। এ ঘটনার জের ধরে সে আত্মহত্যা করেছে বলে ধারনা করা হচ্ছে। এব্যাপারে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) এনায়েতুর রহমান জানান, বেলী বেগমের মৃতদেহ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।