চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করে বিপাকে পড়েছেন পার্বতীপুরের নির্যাতিতা গৃহবধু সায়মা খাতুন। মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন মামলার বিবাদী চেয়ারম্যনসহ তার অনুসারীরা। দূর্বল ধারায় মামলা দায়েরের ১৪ ঘন্টার মধ্যে কোর্ট থেকে চেয়ারম্যানসহ ৭ আসামী জামিন লাভ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানান নির্যাতিতা গৃহবধু।
বুধবার বিকেল সাড়ে ৪টায় পার্বতীপুর মিডিয়া কর্ণারে সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের নির্যাতনের চিত্র তুলে ধরে আবেগ আপ্লুত হয়ে পড়েন। এ সময় তার সাথে ছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী নির্যাতনের শিকার মোঃ রওশন আলী (৪৩), ফজলুল হক মন্ডল(৬৭) নামের দুই ব্যক্তি। গৃহবধু সায়মা খাতুন (৩৪)বলেন, উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মধ্যে আটরাই গ্রামের প্রতিবেশী মোঃ নুর আলমের পুত্র মুদি দোকানদার সাগর (২৮)কে ৬৭ হাজার টাকা ধার দেয় সে। পরবর্তীতে টাকা ফেরত চাইতে গেলে সাগর তাল-বাহানা করতে থাকে। নিরুপায় গৃহবধু বিষয়টি থানা ও চেয়ারম্যানকে লিখিতভাবে অভিযোগ দেন। চেয়ারম্যান গত বুধবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উভয়পক্ষকে শালিসে ডাকলেও সাগর না আসায় গত শুক্রবার চেয়ারম্যানের নিজ বাড়িতে শালিস বৈঠকের ডাক দেন।
গৃহবধু নির্দিষ্ট দিনে বৈঠকে উপস্থিত হলেও রহস্য জনক কারনে চেয়ারম্যান পূনরায় শনিবার বৈঠকের দিন ধার্য করেন। গৃহবধু সায়মা খাতুন আরো জানান, চেয়ারম্যান বিবাদী পক্ষের লোকজনের কাছ থেকে প্রায় আধা ঘন্টা ঘটনার বর্ননা শুনেন। পরে তিনি ঘটনার বর্ণনা করতে গেলে চেয়ারম্যান মাত্র ২ মিনিট সময় বেঁধে দেয় তাকে। সেই সাথে সাক্ষী উপস্থাপন করতে চাইলেও চেয়ারম্যান বলেন তুমি ৫০ জন সাক্ষী আনলেও তোমার কথা আমি বিশ্বাস করি না। তোমার মতো নষ্টা ও পতিতা মেয়ের বিচার আমি করব না। প্রতিবাদ করলে এক পর্যায়ে চেয়ারম্যান আমাকে লাথি মেরে বারান্দা থেকে নিচে ফেলে দেয়। চড় থাপ্পর মেরে চুলের মুঠি ধরে টেনে হেঁচড়ে শালিস থেকে রাস্তায় বের করে দেয়। চেয়ারম্যানের নির্দেশে বিবাদী পক্ষের সাগর, সুলতান, মনছার, বক্করসহ বেশ কয়েকজন আমার ছেলে সায়মুন (২৪), ভাই ফজলু (৬৭) ও রওশন আলী (৪৩) কে মারধর করে।
তিনি আরো বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে রোববার রাত ১১টার দিকে মামলা করা হলেও রুজুকৃত মামলায় দূর্বল ধারার কারনে সোমবারেই আদালত থেকে জামিন পেয়ে যান চেয়ারম্যান ও তার সহযোগীরা। জামিন পেয়েই তারা আমার উপর নানা রকম হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছে। প্রত্যক্ষদর্শী আটরাই গ্রামের ফজলুল হক বলেন, চেয়ারম্যান নিজেই সায়মাকে মারধর করে নির্যাতন করেছেন। সেই সাথে তিনি বাদী পক্ষকে বেঁধে মারধর করতে বিবাদী পক্ষকে হুকুমও দেন।
এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানার ওসি নাসির উদ্দিন মন্ডল বলেন, আসামীরা জামিনের পর বাদিনী ও তার লোকজনকে হুমকি প্রদান করে থাকলে তা আদালতের নজরে আনতে হবে।