
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুর উপজেলার প্রত্যন্ত পলীতে দুর্বৃত্তরা জমিতে হামলা চালিয়ে অর্ধশতাধিক আম গাছ ও রবিশস্য (মাস কালাইয়ের) গাছ কেটে নিয়ে গেছে। এঘটনায় গতকাল বৃহস্পতিবার বিকেলে পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন ক্ষতিগ্রস্ত পরিবার। পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছেন।
জানা যায়, গত ৮ অক্টোবর প্রকাশ্যে দিন দুপুরে পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের সারেকুল জামানের নেতৃত্বে ২০-২৫ জন দেশী অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে দোলাই কোটা (হিন্দুপাড়া) গ্রামের ক্ষিরধর দেবনাথের দাগ নং ২২৫১, খতিয়ান নং ৫৪৩/৬৩৮ এর ৬৬ শতক জমির মধ্যে ৩৩ শতক জমিতে হামলা চালিয়ে অর্ধশতাধিক হাড়ি ভাঙ্গা আম গাছ ও মাস কালাইয়ের গাছ কেটে নিয়ে যায়। যার আনুমানিক অর্ধ-লক্ষাধিক টাকা ক্ষতি সাধন হয়েছে বলে দাবী করেন জমির মালিক ক্ষিরধর দেবনাথ।
এব্যাপারে পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোছাদ্দেক হোসেন জানান- অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।