শনিবার ৩০ সেপ্টেম্বর ২০২৩ ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে জাতীয় স্যানিটেশন মাস উদযাপন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : জাতীয় স্যানিটেশন মাস পার্বতীপুর উপজেলা প্রশাসন ও ব্র্যাক ওয়াশের যৌথ আয়োজনে পালিত হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার সময় একটি র‌্যালী উপজেলা চত্বর থেকে শহর প্রদক্ষিণ শেষে পার্বতীপুর উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলামের সভাপতিত্বে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল হক, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা রবীন্দ্র নাথ রায়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন কবীর, বেলাইচন্ডি ইউপির চেয়ারম্যান নুর মোহাম্মাদ রাজা, ব্র্যাক ওয়াশের জেলা প্রতিনিধি মোহসিন আলী, ব্র্যাক ওয়াশের পার্বতীপুর উপজেলা ম্যানেজার পুষ্পজিৎ অধিকারী।
বক্তারা আগামী জুন/১৫ মাসের মধ্যে পার্বতীপুরে শতভাগ স্যানিটেশন বাস্তবায়ন করার অঙ্গীকার করেন। বর্তমানে পার্বতীপুর উপজেলার ১০ ইউনিয়নের ৮৩ ভাগ স্যানিটেশনের আওতায় আনা সম্ভব হয়েছে। পার্বতীপুর পৌরসভা গত ২০১০ সালে শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে।

Spread the love