
মাহমুদুল হাসান, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুর, দিনাজপুর দিনাজপুরের পার্বতীপুরে চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জানা যায়, গত রোববার রাত সাড়ে ৭টার পার্বতীপুর-সৈয়দপুর রেলরুটের আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে শ্রী কেচু (২৬) নামে এক যুবক ঘটনাস্থলেই মারা যায়। সে উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের দক্ষিন ডারারপাড়ের বাসিন্দা অনিল চন্দ্রের পুত্র। তার মৃত্যুর সঠিক কারন কেউ বলতে পারেনি। রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করে। এ ব্যাপারে সৈয়দপুর জিআরপি থানায় অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সৈয়দপুর জিআরপি থানার এএসআই মাজেদ জানান, নিহত কেচু কে সকলে কেচু পাগলা বলে ডাকে। সে মানসিক ভারসাম্যহীনতায় ভূগছিল। পরিবারের আবেদন নিবেদনের প্রেক্ষিতে লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়নি। গতকাল সোমবার সকাল ১০টায় তড়িঘড়ি করে শ্মশানে লাশ পোড়ানো হয়। একটি সূত্র জানায়, কেচু প্রেম করে গোপনে বিয়ে করায় তার পরিবারের কেউ মানতে রাজী হয়নি। এ দুঃখে লজ্জায় সে আত্মহত্যার পথ বেছে নেয়।