
একরামুল হক বেলাল,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে রেলওয়ের থানা পুলিশ পৃথক দুটি যাত্রীবাহী ট্রেন থেকে ৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল ও মদ উদ্ধার করে।
রেল থানার এসআই নিয়ামুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে পার্বতীপুর হয়ে দিনাজপুর অভিমুখে যাওয়া ৭৫৭ নং আপ আত্মঃনগর দ্রম্নতযান এক্সপ্রেস ট্রেনের টয়লেটের ভেতর থেকে (টিজি পার্টির ইনচার্জ এসআই নিয়ামুল ইসলাম) বুধবার ভোরে পরিত্যাক্ত অবস্থায় ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এদিকে, একই দিনে চিলাহাটি থেকে পার্বতীপুর হয়ে খুলনাগামী ২৪ নম্বর রকেট মেইল ট্রেনের টিজি পাটির এএসআই দেলদার হোসেন ২১ বোতল ফেন্সিডিল ও ২ বোতল ভারতীয় মদ পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। এব্যাপারে পৃথক পৃথক দুটি মামলা হয়েছে।