শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে ট্রেন থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার

রাইসুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর)
দিনাজপুরের পার্বতীপুর রেল পুলিশ খুলনা-চিলাহাটিগামী রকেট মেইল ট্রেন থেকে ১৪৮ বোতল ফেন্সিডিল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে। পরিত্যক্ত ফেন্সিডিলের আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা। এব্যাপারে পার্বতীপুরে রেল থানায় একটি  সাধারন ডাইরী (জিডি) করা হয়।
জানা যায়, গতকাল শুক্রবার রাত ১টায় ট্রেনটি পার্বতীপুর রেল ষ্টেশনে পৌছুলে গোপন সংবাদের ভিত্তিতে ২৩ আপ খুলনা-চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনের ৫২৬০ নম্বর বগির পানির ট্যাংকি থেকে পরিত্যক্ত অবস্থায় ১৪৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম জানান, খুলনা-চিলাহাটি রকেট মেইল ট্রেনের ৫২৬০ নং বগির টয়লেটকে অকেজো দেখিয়ে দীর্ঘদিন যাবত চোরাকারবারীরা সেটিকে ফেনসিডিল চোরাচালানের কাজে ব্যবহার করে আসছিল।