মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুরঃ দিনাজপুরের পার্বতীপুরে ডোবা থেকে মোঃ সোহানুর রহমান সোহান (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোহানুর উপজেলার দক্ষিণ বাঘাছড়ি রহমতনগর গ্রামের মোঃ আবু সাঈদের পুত্র এবং সুন্দরপীর নুরাণী হাফেজিয়া মাদরাসার ছাত্র।
রবিবার সকাল ১১টায় মাদ্রাসার পাশের ডোবা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
মাদ্রাসার শিক্ষক মোঃ এমদাদুল হক জানান, প্রতিদিনের মতো রাতের খাবার শেষে সোহানুর ঘুমাতে যায়। সকালে তাকে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে মাদ্রাসার পাশের ডোবায় তার মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেওয়া হয়।
পার্বতীপুর মডেল থানার এসআই মোঃ রেজাউল ইসলাম জানান, বিলাইচন্ডী ইউনিয়নের সুন্দরপীর নুরাণী হাফেজিয়া মাদরাসার ছাত্র মোঃ সোহানুর রহমান সোহানের লাশ পাশের ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক আলামত দেখে মনে হয়েছে এটি একটি পলিকল্পিত হত্যাকান্ড। এ ঘটনায় উপজেলা উত্তর হরিরামপুর ডাঙ্গাপাড়া গ্রামের জিল্লুর রহমানের পুত্র ও মাদ্রাসার শিক্ষক মোঃ এমদাদুল হককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ মাহামুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। কি কারণে হত্যা করা হতে পারে সে বিষয়ে তথ্য উদ্ধারে পুলিশ কাজ শুরু করেছে।