
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরের ১০ দুঃস্থ পরিবারের মাঝে আজ শুক্রবার সকাল ১০টায় শহরের নতুন বাজার এলাকায় অবস্থিত ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স এম.এস ট্রেডার্স থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
জানা যায়, ঈদ উপলক্ষে আকিজ গ্র“প হতে প্রাপ্ত আর্থিক সাহায্য নগদ ১ হাজার টাকা করে ও সেমাই-চিনি বিতরণ করা হয়েছে প্রত্যেকের মাঝে। এগুলো বিতরণ করেন আকিজ ফুড এন্ড বেভারেজ লিমিটেড এর পরিবেশক স্বতাধিকারী মোঃ মজিদুল ইসলাম। এসময় কোম্পানির প্রতিনিধ মোঃ গোলাম হোসাইন, আবু সুফিয়ান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।