বুধবার ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে দুই গাজা সেবনকারীর কারাদন্ড

Mamlaদিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে দুই গাজা সেবনকারীর কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশ শহরের রুস্তম নগর ও যশাই মোড় এলাকা থেকে দুই গাজা সেবনকারী কে আটক করে। ধৃতরা হচ্ছে, শহরের রুস্তম নগর মহল্লার মৃত আ. রহিমের পুত্র জাহাঙ্গীর আলম (২২) ও মন্মথপুর ইউনিয়নের হয়বৎপুর মিরপাড়া গ্রামের মৃত অনি মহন্তের পুত্র অনুপম মহন্ত (২৫)। পরে গতকাল শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিল্লুর রহমান গাজা সেবন করার অপরাধে জাহাঙ্গীর আলম কে দুই মাস করে সশ্রম কারাদন্ড ও অনুপম মহন্ত কে ৭ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন। তাদের গতকাল শুক্রবার দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।

এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার এসআই শাহ আলম বলেন, শহরের রুস্তম নগর ও যশাই মোড় এলাকায় গাজা সেবন করে মাতলামি করার অপরাধে তাদের কে আটক করা হয়।

Spread the love