দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুরের পার্বতীপুরে ভ্রাম্যমান আদালতে দুই গাজা সেবনকারীর কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা যায়, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে পার্বতীপুর মডেল থানা পুলিশ শহরের রুস্তম নগর ও যশাই মোড় এলাকা থেকে দুই গাজা সেবনকারী কে আটক করে। ধৃতরা হচ্ছে, শহরের রুস্তম নগর মহল্লার মৃত আ. রহিমের পুত্র জাহাঙ্গীর আলম (২২) ও মন্মথপুর ইউনিয়নের হয়বৎপুর মিরপাড়া গ্রামের মৃত অনি মহন্তের পুত্র অনুপম মহন্ত (২৫)। পরে গতকাল শুক্রবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জিল্লুর রহমান গাজা সেবন করার অপরাধে জাহাঙ্গীর আলম কে দুই মাস করে সশ্রম কারাদন্ড ও অনুপম মহন্ত কে ৭ দিনের সশ্রম কারাদন্ড প্রদান করেন। তাদের গতকাল শুক্রবার দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার এসআই শাহ আলম বলেন, শহরের রুস্তম নগর ও যশাই মোড় এলাকায় গাজা সেবন করে মাতলামি করার অপরাধে তাদের কে আটক করা হয়।