
মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুরঃ দিনাজপুরের পার্বতীপুরে দুটি পাবলিক টয়লেট নির্মান কাজের শুভ উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব এজেডএম মেনহাজুল করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে এ কাজের উদ্বোধনকালে পৌরসভার সহকারী প্রকৌশলী মিনারুল ইসলাম খান, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী রবীন্দ্রনাথ রায়, পৌর কাউন্সিলর মঞ্জুরুল আজিজ পলাশ, জাহাঙ্গীর আলম, মঞ্জুরুল হক মঞ্জু, মর্জিনা খাতুন, পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সাবিবর আলম খান, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মনজুরুল আলম, সম্পাদক ফজলুল হক ভূইয়া পৌর কর্মকর্তা- কর্মচারী ও শ্রমিকরা উপস্থিত ছিলেন।
উলেখ্য, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে এবং পৌরসভার সহাযোগিতায় থানা গ্রোথ সেন্টার (২য় পর্ব প্রকল্প) আওতাধীনে পার্বতীপুর ঢাকা কোচ ষ্ট্যান্ড ও ট্যাংকলরী টার্মিনালে দুটি পাবলিক টয়লেট নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়ে। প্রতিটি টয়লেটে ব্যয় হবে প্রায় ৮ লক্ষ টাকা।