বুধবার ৬ ডিসেম্বর ২০২৩ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে নকল ২৮ হাজার আনছার বিড়িসহ দুই জন গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে শুক্রবার রাত ১০টায় খয়েরপুকুর বাজার এলাকা থেকে নকল ২৮ হাজার আনছার বিড়ি ও ২৮ হাজার আনছার বিড়ির লেভেলসহ ২জনকে গ্রেফতার করে পুলিশ।

আটকরা রংপুরের বদরগঞ্জের শ্যামপুর ফয়জার পাড়া গ্রামের দেলোয়ার হোসেন পুত্র আবদুল কুদ্দুস (২৮) ও পূর্ব শেখ শিবপুর গ্রামের আতিয়ার রহমানের পুত্র মনোয়ারম্নল ইসলাম (২৬)।

শনিবার সকাল সাড়ে ১০টায় পার্বতীপুর মডেল থানা আটকদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আ. মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই পার্বতীপুর মডেল থানায় রংপুরের হারাগাছ আনছার বিড়ি কোম্পানির সুপার ভাইজার চাঁন মিয়া বাদী হয়ে ১৯৭৬ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক) ধারায় একটি মামলা দায়ের করেন।

Spread the love