দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের পার্বতীপুরে শুক্রবার রাত ১০টায় খয়েরপুকুর বাজার এলাকা থেকে নকল ২৮ হাজার আনছার বিড়ি ও ২৮ হাজার আনছার বিড়ির লেভেলসহ ২জনকে গ্রেফতার করে পুলিশ।
আটকরা রংপুরের বদরগঞ্জের শ্যামপুর ফয়জার পাড়া গ্রামের দেলোয়ার হোসেন পুত্র আবদুল কুদ্দুস (২৮) ও পূর্ব শেখ শিবপুর গ্রামের আতিয়ার রহমানের পুত্র মনোয়ারম্নল ইসলাম (২৬)।
শনিবার সকাল সাড়ে ১০টায় পার্বতীপুর মডেল থানা আটকদের দিনাজপুর জেল হাজতে প্রেরণ করেছে।
পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আ. মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় শুক্রবার রাতেই পার্বতীপুর মডেল থানায় রংপুরের হারাগাছ আনছার বিড়ি কোম্পানির সুপার ভাইজার চাঁন মিয়া বাদী হয়ে ১৯৭৬ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(ক) ধারায় একটি মামলা দায়ের করেন।