শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে নিখোঁজের ৪ দিন পর গৃহবধুর অর্ধগলিত লাশ উদ্ধার

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ

দিনাজপুরের পার্বতীপুরে নিখোঁজের ৪ দিন পর নদী থেকে গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার উপজেলার হরিরামপুর মন্ডল পাড়ার খাগড়াবন্দ এলাকার কাল নদী থেকে গৃহবধু ইসমত আরা (৩০) এর লাশ উদ্ধার করা হয়।

পার্বতীপুর থানা পুলিশ জানায়, খাগড়াবন্দ ডাঙ্গা পাড়া গ্রমের আফতাব উদ্দিনের স্ত্রী ইসমত আরা গত ২৭ নভেম্বর সন্ধায় নিখোজ হয়। নিখোজের ৪দিন পর এলাকাবাসী পার্শ্ববর্তী কাল নদীতে ইসমত আরার অর্ধগলিত লাশ দেখে পুলিশে খবর দেয়।

পার্বতীপুর মডেল থানার মধ্যপাড়া ফাঁড়ি ইনচার্জ (এসআই) মোসাদ্দেক হোসেন জানান, গৃহবধুকে পাশবিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে বলে প্রথমিক ভাবে মনে হচ্ছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

 

Spread the love