শুক্রবার ৯ জুন ২০২৩ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে পরকিয়ার জেরে স্বামীকে হত্যা আদালতে ঘাতক স্ত্রী স্বীকারোক্তি

মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুর : আমাদের পরকীয়া প্রেমে বাধা হয়ে দাড়ানোর কারনে প্রেমিক কে সাথে নিয়ে স্বামীকে শ্বাসরোধ করে মেরে ফেলেছি। দিনাজপুরের পার্বতীপুরে পরকিয়া প্রেমে মত্ত স্ত্রী ফাহমিনা বেগম স্বামী কে হত্যার পর গ্রেফতার হয়ে পুলিশ ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এ হত্যা মামলায় গ্রেফতার হওয়া অপর আসামী পরকীয়া প্রেমিক মানিক রবিদাস কে ৭দিনের জন্য রিমান্ডের আবেদন জানালে বিজ্ঞ আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত মঙ্গলবার দিনাজপুর জেলার পার্বতীপুর আদালতের বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট শ্রী কমল রায়ের নিকট স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ঘাতক স্ত্রী ফাহমিনা বেগম জানায়, আমার সাথে দীর্ঘদিন ধরে মানিকের প্রেমের সম্পর্ক চলে আসছে। এ নিয়ে ইদানিং আমার স্বামী আমাকে সন্দেহ করার শুরু করে এবং প্রায়ই ঝগড়াঝাটি লেগে থাকতো। এরপর আমি বাড়ীটি আমার নামে লিখে দেয়ার জন্য আমার স্বামী চাপ দেই। কিন্তু সে রাজী হয়নি। সবমিলে আমাদের পথের কাটা সরাতে পরিকল্পনা করে গত রোববার (২৫ অক্টোবর) ভোর ৪টার দিকে মোবাইলে মানিক বাসায় ডেকে আনি। আমার স্বামীর ফজরের নামাজ পড়া শেষ হলে আমি আর মানিক মিলে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলি।

উল্লেখ্য, পার্বতীপুর পৌরসভার মোজাফ্ফর নগর মহল্লার বাসিন্দা মুদি ব্যবসায়ী আবু সালাম মোল্লা গত রোববার ভোরে স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক মিলে তাকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধ করে নির্মম ভাবে হত্যা করে। এ ব্যাপারে নিহত সালামের বড় ভাই আবু হোসেন মোল্লা বাদী হয়ে রাতেই পার্বতীপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ হত্যা মামলার মূল আসামী নিহতের স্ত্রী ফাহমিনা বেগম (৩৮) ও তার প্রেমিক শহরের পুরাতন বাজারের নিয়ামতপুর মহল্লার মৃত সুশীল চন্দ্রের পুত্র ঢোল মানিক ওরফে মানিক রবিদাস (৩৮) কে গ্রেফতার করে। পরে ময়না তদন্ত শেষে গত সোমবার সকাল ১১টায় উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের ঝাউপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।