
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) থেকেঃ দিনাজপুরের পার্বতীপুর রেল থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় ৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে। জানা যায়, গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শহরের শাহেবপাড়া থেকে ৫২ ফেন্সিডিল উদ্ধার করে রেল পুলিশ।
এব্যাপারে পার্বতীপুর জিআরপি থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম লুৎফর রহমান বলেন, শহরের শাহেবপাড়ার মাদক ব্যবসায়ী মুন্নীর বাড়ীর সামনে একটি গাছের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় ৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। এব্যাপারে পার্বতীপুর রেল থানায় একটি মামলা হয়েছে।