বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে পা দিয়ে লিখে জেএসসি পরীক্ষা দিচ্ছে শারীরিক প্রতিবন্ধি ইব্রাহীম

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ

জন্মগত ভাবে দুই হাত এবং দুই পা অচল। কাঠের খড়মে ভর করে হামাগুড়ি দিয়ে পরীক্ষা দিতে এসেছে ইব্রাহীম। আর পরীক্ষা দিচ্ছে সে পায়ের সাহায্যে লিখে। গত সোমবার দিনাজপুরের পার্বতীপুর উপজেলার শেরপুর ভবানীপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে এ করুন দৃশ্য চোখে পড়ে। পরীক্ষা কেন্দ্রের ৫ নম্বর কক্ষে সীট বেঞ্চে পরীক্ষার খাতা রেখে ধর্ম শিক্ষা বিষয়ে দিচ্ছিল ইব্রাহীম।  শারীরিক প্রতিবন্ধি ইব্রাহীমের বাড়ী উপজেলার হামিদপুর গ্রামে। বাবার নাম সাইফুল ইসলাম, পেশায় রাজ মিস্ত্রী। ইব্রাহীম তার গ্রামের বর্ণমালা স্কুল এন্ড কলেজ থেকে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে। তার রোল নং ৫২৫৩১৫|

কলেজের অধ্যক্ষ চৌধুরী আহমেদুর রহমান জানান, ইব্রাহীম প্রতিদিন কাঠের খড়মে ভর করে হামাগুড়ি দিয়ে স্কুল যাতায়াত করে। তারপরেও সে কখনও স্কুল কামাই করতো না। ক্লাসেও সে ভাল ছাত্র হিসেবে পরিচিত। ২ ভাই ১ বোনের মধ্যে ইব্রাহীম সবার ছোট।

কেন্দ্র সচীব আসাদুর রহমান জানান, তার কেন্দ্রে ৭৩৯ জন পরীক্ষা দিচ্ছে। কিন্তু ইব্রাহীমের পা দিয়ে লিখে পরীক্ষা দেওয়ায় সবাই অবাক হয়েছে। প্রতিবন্ধি হিসেবে পরীক্ষার সময় নিয়ম মাফিক সে অতিরিক্ত ২০ মিনিট সময় পায়।

 

Spread the love