শনিবার ৩ জুন ২০২৩ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে পিতা হত্যার অভিযোগে পুত্র গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের পার্বতীপুরে পিতাকে হত্যার অভিযোগে মোঃ আব্দুল মালেক (৩০) নামে নিহতের পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।

 

মোঃ আব্দুল মালেক উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুরর গ্রামের নিহত মোকছেদ আলীর পুত্র।

 

শনিবার রাত ১১টায় পার্বতীপুর উপজেলার মন্মথপুর ইউনিয়নের ভবের বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

 

পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ মাহামুদুল আলম জানান, এ ব্যাপারে নিহতের স্ত্রী মোছাঃ আসমা খাতুন তার বড় ছেলে আব্দুল মালেককে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আব্দুল মালেক পলাতক ছিল। পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে শনিবার রাতে মন্মথপুর ইউনিয়নের ভবের বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। হত্যাকান্ডের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। দ্রুত সময়ে হত্যাকান্ডের সকল তথ্য উদঘাটন করা যাবে তিনি জানান।

 

প্রসঙ্গত, গত ২০ জুন গভীর রাতে পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত অখির উদ্দিনের ছেলে মোঃ মোকছেদ আলী (৬০) নামে এক বৃদ্ধকে নিজ শয়ন কক্ষে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। পরদিন নিহতের স্ত্রী মোছাঃ আসমা খাতুন তার বড় ছেলে আব্দুল মালেককে অভিযুক্ত করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।