শুক্রবার ১ ডিসেম্বর ২০২৩ ১৬ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে পুলিশের এসআইয়ের মোটরসাইকেল চুরি

দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক মোস্তফা কামালের মোটরসাইকেল চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় পার্বতীপুর শহরের পুরাতন বাজার গরুহাটির ঈদগাহ মাঠের কাছে তার ভাড়া বাসা সামনে থেকে তার এ্যাপাচি আরটিআর ১৫০ সিসি’র মোটরসাইকেলটি চুরি হয়ে যায়। যার বাজার মূল্য প্রায় ২ লাখ ৫ হাজার টাকা।

চুরি যাওয়া মোটরসাইকেলটির মালিক উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, মঙ্গলবার সন্ধ্যায় (ইফতারীর সময়) মোটর সাইকেলটি বাসার সামনে রেখে বাসায় প্রবেশ করি। তিনি জানান, কয়েক দিন ধরে মোটরসাইকেল ছিনতাই, চুরি যাওয়া উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে। হয়তো তারাই এ কাজ  করেছে। চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারের চেষ্টা চলছে।

Spread the love