রবিবার ১ অক্টোবর ২০২৩ ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে পূর্ব শক্রতাকে জের । দুই ভাইকে পিটিয়েছে প্রতিপক্ষরা

একরামুল হক বেলাল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

পার্বতীপুরে পূর্ব শক্রতার জেরকে কেন্দ্র করে চবিবশ ঘন্টার মধ্যে দুই ভাইকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। এঘটনায় পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দাখিল হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর দুপুরে উপজেলার জাহানাবাদ চকপাড়া গ্রামের মৃত সাহার উদ্দিন আকন্দের পুত্র সিরাজুল ইসলামকে (৬৩) প্রতিপক্ষ প্রায় ১৫/১৭ জনের দলবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্র, লাঠিসোটা, লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারপিট করতে থাকে। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে এসে সিরাজুলকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজুলকে স্থানীয় হলদিবাড়ী বাড়ী হাসপাতালে ভর্তি করে। এর আগে গত ১৫ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে পার্বতীপুর শহর থেকে বাড়ী ফিরছিলো সিরাজুলের বড় ভাই আজমল হোসেন (৬৫)। জাহানাবাদ চকপাড়ার গ্রামের জনৈক আব্দুর রউফের সিনসেড ঘরের নিকট একা পেয়ে রয়েল (২৪), লেমন (২৩), মেজবাউল (২২), শফিকুল ইসলাম (৩৫), সাদিকুল ইসলামসহ ৮/১০ জনের একটি দল আজমলের পথরোধ করে ধারালো দেশীয় অস্ত্র দিয়ে এলাপাতাড়িভাবে মারপিট করে গুরম্নতর জখম করে। এসময় তার চিৎকারে পথচারী এক মোটরসাইকেল চালকসহ কয়েকজন তাকে উদ্ধার করে স্থানীয় হলদিবাড়ী হাসপতালে ভর্তি করে। পরে আজমলের অবস্থা আশংকাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি দিমেক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় আছেন। এদিকে, আজমল ও সিরাজুলের প্রতিপক্ষরা এ দু’টি ঘটনাকে ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহলের ইন্দনে মিথ্যা অভিযোগ দাখিল করার পায়তারা করছে বলে অভিযোগ করেন আহতদের পরিবারবর্গরা। এব্যাপারে জিয়াউর রহমান বাদি হয়ে বৃহষ্পতিবার একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল জানান, গতকাল শুক্রবার সকালে আসামীদের গ্রেফতারের অভিযান পরিচালনা করা হয়। আসামীরা পলাতক বলে তিনি উল্লেখ করেন।

 

Spread the love