
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
তাড়াতে এক সময় ক্ষেতের মধ্যে পাখি বসার স্থান হিসেবে বাঁশের কঞ্চি ব্যবহার করা হলেও এখন প্রতি জমিতে লাগানো হয়েছে জীবন্ত ধৈঞ্চা গাছ। যা লাইফ পার্চিং হিসেবে পরিচিত হয়ে উঠেছে। কৃষি কর্মকর্তাদের মতে পরিবেশ বান্ধব ধৈঞ্চা গাছে পাখি বসে ধানের ক্ষতিকর পোকা-মাকড় ধরে খায়। অপর দিকে গাছের ঝরে পড়া পাতা জৈব সার হিসেবে ক্ষেতের উপকারসহ জ্বালানী হিসেবে ব্যবহারের সুযোগ পাচ্ছে কৃষকরা। এ কারনে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে পার্চিং এর ব্যবহার।
উপজেলার ১০ ইউনিয়নের আমন খেতে এখন চোখে পড়ছে জীবন্ত পার্চিং হিসেবে ধৈঞ্চা গাছ। সকাল ও পড়ন্ত বিকেলে ওই সব গাছে বসছে না জাতের পাখি। ধরে ধরে খাচ্ছে ক্ষতের ক্ষতিকর পোকা-মাকড়। মন্মথপুর ইউনিয়নের নারায়ন পুর গ্রামের কৃষক গবিন্দলাল চৌহান বলেন, তিনি ৬ একর জমিতে আমন চাষ করেছেন। গত বছর কিছু জমিতে পার্চিং ব্যবহার করে সুফল পাওয়ায় এবার প্রতি জমিতেই জীবন্ত ধৈঞ্চা গাছ লাগিয়েছেন পাখি বসার জন্য। চন্ডিপুর ইউনিয়নের কালিকাবাড়ী গ্রামের কৃষক জিকরুল হক বলেন, তিনি ২ একর জমিতে পার্চিং হিসেবে ৩-৪টি করে ধৈঞ্চা গাছ লাগিয়েছেন। ধৈঞ্চা লাগালে কীটনাশক ঔষধ খুব একটা ব্যবহার করতে হয় না। সূত্র মতে, উপজেলায় এবার ২৭হাজার ২৪০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়েছে। আফ্রিকান ধৈঞ্চা গাছকে পার্চিং হিসেবে ব্যবহারে সুফল পাওয়ায় কৃষক ১৬ হাজার ৩৪০ হেক্টর জমিতে নিজেরাই ধৈঞ্চা ব্যবহার করেছেন। এ সব ধৈঞ্চার বীজ কৃষকরা নিজেরাই এবং অফিস থেকেও বীজ সরবরাহ করা হয়েছে। মন্মথপুর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা ফারম্নক আহম্মেদ বলেন, আমন ক্ষেতে মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, ঘাস ফড়িং, চুঙ্গি, লেদা, পামরী পোকাসহ নানা জাতের পোকার আক্রমন করে। কৃষকরা বেশী দামে কীট নাশক কিনতে পারে না। তাই পোকা তাড়ানোর উপায় হিসেবে ক্ষেতে পার্চিং হিসেবে জীবন্ত ধৈঞ্চা গাছ লাগানো হয়েছে। ওই সব গাছে পাখি বসে ক্ষতিকর পোকা ধরে খেয়ে ফেলে। তিনি বলেন তার ইউনিয়নে ১২শ হেক্টর জমি পার্চিং এর আওতায় এসেছে।
এব্যাপারে পার্বতীপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মোঃ রওশন কবির বলেন, পূর্বে কৃষক ক্ষেতে বাঁশের কঞ্চি অথবা ঝান্ডি গেঁড়ে পার্চিং হিসেবে ব্যবহার করতো। এখন জীবন্ত পাচিং হিসেবে আফ্রিকান ধৈঞ্চা ব্যবহার করছে কৃষক। রোপা লাগানো কালে একই সাথে ধৈঞ্চা গাছের চারা লাগানো হয় জমিতে। ধান গাছের চেয়ে দ্রুত বেড়ে ওঠে ধৈঞ্চা গাছ। ওই সব গছে পাখি বসে পোকা-মাকড় নিধন করে। ধান কাটা শেষ হলে ধৈঞ্চার পাতা জমিতে পড়ে জৈব সার তৈরী হয় এবং গাছ গুলোকে জ্বালানী হিসাবে ব্যবহার কর যায়। তিনি বলেন, ফলন সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব ধৈঞ্চা গাছ ব্যবহার করতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। চলতি বছরে রোপা আমনে রোগও পোকা মাগড় আক্রমন নেই বললে চলে। এবছর কৃষকরা ভাল ফলন পাবেন বলে তিনি জানান।