
আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ
প্রতিবন্ধি হয়েও এ পর্যন্ত কোন ভাতাদি কিংবা অন্য কোন সুযোগ-সুবিধা পায়নি সংবাদপত্র হকার মিজান। মিজান এক বুদ্ধি প্রতিবন্ধি কিশোর। সারা দিনই যার হাতে থাকে সংবাদপত্র। প্রতিবন্ধি হবার কারনে লেখাপড়া করতে না পারলেও স্থানীয় আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণী পর্যন্ত পড়েছে। সেই সুবাদেই সে সব সংবাদপত্রই চিনতে পারে। পাঠকদের হাতে ঠিকঠাক মতো পৌছে দেয়। অবশ্য তাকে এ কাজে সহযোগীতা করে তার বড় ভাই সংবাদপত্র হকার মোস্তাকিম সরকার ও তার পিতা সংবাদপত্র হকার আবুল হোসেন। অর্থাৎ মিজান এক সংবাদপত্র হকার পরিবারের সন্তান হওয়ায় সহজে এ কাজটি করতে পারছে। গত তিন বছর সংবাদপত্র হকারি করে সে ইতোমধ্যেই সবার কাছে পরিচিত হয়ে উঠেছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলা শহরের ইসলামপুর মহলার রেলওয়ে এলাকার আবুল হোসেন ও মনসুরা বেগমের সবচেয়ে ছোট সন্তান মিজানুর রহমান মিজান (১৭) জন্মগত ভাবেই বুদ্ধি প্রতিবন্ধি। কিন্তু প্রতিবন্ধি হয়েও এ পর্যন্ত কোন ভাতাদি কিংবা অন্য কোন সুবিধা পায়নি। তবে তাই বলে সে ঘরে বসে নেই। বাবা ও ভাইয়ের সাথে নেমে পড়েছে সংবাদপত্র হকারীর কাজে। আর দশটি সুস্থ্য-সবল কিশোরের মতোই সেও বীরদর্পে এগিয়ে চলেছে। জীবন জীবিকার তাগিদে বেছে নিয়েছে সংবাদপত্র হকারের কাজ।
মিজান স্পষ্ট ভাবে কথা বলতে না পারলেও সব কাজই সে ঠিকঠাক মতো করে। তার ভাষায় সবাই যদি পারে তাহলে আমি পারবো না কেন।
এব্যাপারে তার বড় ভাই মোস্তকিম সরকার বলেন, এ পর্যন্ত প্রতিবন্ধি তো দুরের কথা, কোন ভাতাই আমার ছোট ভাই পায়নি। একটি প্রতিবন্ধি ভাতার কার্ডের জন্য পার্বতীপুর পৌর মেয়র থেকে শুরু করে পৌর কাউন্সির পর্যন্ত সবার কাছে ধর্ণা দিয়েছি। তারা বলেছেন বরাদ্দ আসলে এবার হবে মিজানের কার্ড।