বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে ফেন্সিডিলসহ এক মহিলা গ্রেফতার

একরামুল হক বেলাল,পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি

পার্বতীপুর মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিলসহ আফরোজা বেগম (৫০) নামের এক মহিলাকে গ্রেফতার করেছে। তার স্বামীর নাম মৃত আবু বক্কর সিদ্দিক। বাড়ী উপজেলার বড়চন্ডিপুর গ্রামে। মডেল থানার এসআই সাইফুল জানান, তার নেতৃত্বে এএসআই মানিক ও শাহিনকে সাথে নিয়ে শনিবার রাতে অভিযান চালান। সেখানে পুলিশের উপস্থিত টের পেয়ে ধৃত মহিলার পুত্র জুয়েল (৩৫), তার স্ত্রী শিল্পী (২৩) ও একই গ্রামের নুরুল ইসলামের পুত্র রবিউল (২০) পালিয়ে যায়। এসময় তাদের বাড়ী থেকে ৩১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এব্যাপারে এএসআই মানিক বাদি হয়ে মাদকদ্রব্য আইনে মামলা করেন।

 

Spread the love