বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে ফেন্সিডিলসহ ট্রেন ড্রাইভার ও এক রেল কর্মচারী গ্রেফতার

একরামুল হক বেলাল : দিনাজপুরের পার্বতীপুরে ১৫বোতল ফেন্সিডিলসহ রেল শ্রমিক ও কর্মচারী দলের লোকোসেড শাখার সাধারণ সম্পাদক ও সহকারী ট্রেন ড্রাইভার সানোয়ার হোসেন (৩৫) ও কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় খালাসী ইলিয়াস আলী (৩৭)সহ দুই রেল কর্মচারীকে গ্রেফতার করেছে পার্বতীপুর থানা পুলিশ।

 

সানোয়ার পার্বতীপুর উপজেলার হরিরামপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মিনহাজুল হকের পুত্র ও ইলিয়াস আলী শহরের ইসলামপুর কালীবাড়ী মহলস্নার মাজেদ আলীর পুত্র।

 

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় উপজেলার চন্ডিপুর ইউনিয়নের মাদক পাড়া হিসেবে পরিচিত চৈতাপাড়া গ্রামে অভিযান চালিয়ে উক্ত ফেন্সিডিলসহ দুই জনকে আটক করে।

 

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুইজন রেলের তেল পাচারের সাথে সংশ্লিষ্ট বলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে।

 

 

Spread the love