
মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুরঃ দিনাজপুরের পার্বতীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুবিবুর রহমান এর ১৭ মার্চ জন্ম দিবস ও জাতীয় শিশু দিবস পালন এবং ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকালে উপজেলা হলরম্নমে পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর আলম, পার্বতীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আলহাজ্ব আনোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন শাহি, উপজেলা প্রকৌশলী এফএএম রায়হানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান, বিএমডিএ সহকারী প্রকৌশলী বাসুদেব দে, পার্বতীপুর মডেল থানার ওসি মাহমুদুল আলম, রেল থানার ওসি একেএম লুৎফর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে একটি বর্ণাঢ্য র্যালী শহর প্রদক্ষিন করে।