
মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুরঃ দিনাজপুরের পার্বতীপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬ তম জন্ম দিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালী ও পরে জ্ঞানাঙ্কুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলামের সভাপতিত্বে কর্মসূচীতে অংশ গ্রহন করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক মহমুদুর রহমান মাষ্টার, পৌর আওয়ামী লীগের সভাপতি এইচ এস ডাঃ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক অভি, মহিলা লীগের সভানেত্রী রোকসানা বারী রুকু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সমসের আলী মন্ডল প্রমুখ।
র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের সহস্রাধিক ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করে। এ ছাড়াও উপজেলা আওমীলীগ দিন ব্যাপী কর্মসূচী পালন করে।