বুধবার ২৯ মার্চ ২০২৩ ১৫ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পার্বতীপুরে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষনের চেষ্টা ধর্ষক গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি : পার্বতীপুরে বাক প্রতিন্ধী এক কিশোরীকে (১৯) ধর্ষন চেষ্টাকারী বিকাশ চন্দ্র নামের এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী। গতকাল রোববার বিকাশ চন্দ্র কে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল শনিবার রাতে প্রতিবন্ধীর মা মোরশেদা বেগম পার্বতীপুর মডেল থানায় ধর্ষন চেষ্টাকারীর বিরুদ্ধে মামলা করেছেন।

জানা যায়, উপজেলার চন্ডিপুর ইউনিয়নের বড়হরিপুর সীট শালন্দার গ্রামের আঃ খালেকের বাক প্রতিবন্ধি মেয়েকে প্রতিবেশী প্রফু্ল­ চন্দ্রের পুত্র বিকাশ চন্দ্র (২২) গতকাল শনিবার সকাল ১০টার দিকে নিজ বাড়ীতে ডেকে নিয়ে ঘরে আটকে রেখে ধর্ষনের চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী মেয়েটিকে বিকাশের ঘর থেকে উদ্ধারসহ বিকাশকে আটক করে পুলিশে দেয়।

পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আ. হামিদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীকে গতকাল রোববার জেল হাজতে প্রেরন করা হয়েছে।