দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুরের পার্বতীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মতিউর রহমান (৩৫) নামে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
মোঃ মতিউর রহমান উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চৈতাপাড়া গ্রামের মোঃ সিরাজ উদ্দিনের ছেলে।
সোমবার সকাল ১০টায় নিজবাড়ীতে ব্যাটারী চালিত ভ্যানের চার্জারের সংযোগ খুলতে গিয়ে তিনি বিদুৎস্পৃষ্ট হন।
স্থানীয় বাসিন্দা আব্বাস আলী জানান, মতিউর রহমান রবিবার রাতে ব্যাটারি চালিত ভ্যানটির চার্জারে বিদ্যুত সংযোগ দিয়ে রাখে। সোমবার সকাল ১০টায় চার্জারের প্লাগ খুলতে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পারিবারের লোকজন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টায় তিনি মৃত্যু বরণ করেন।
পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ মাহামুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।