পার্বতীপুর পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে আজ শুক্রবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। এ দিবসে তাৎপর্য ধরে রাখতে হাসপাতাল চত্ত্বরে পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মাঠ কর্মী, কর্মচারীরা বণার্ঢ্য র্যালি প্রদক্ষিণ করে। র্যালি শেষে হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম শাহ, বিশেষ অতিথি আনোয়ার হোসেন। বক্তব্য রাখেন পরিবার কল্পনা অফিসার নার্গিস আকতার, ডাক্তার রইচ উদ্দিন, হাফিজা খাতুনসহ বিভিন্ন পর্যায়ে ব্যক্তি বর্গ। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠকর্মী, শ্রেষ্ঠ এনজিও, শ্রেষ্ঠ কর্মকর্তা কর্মচারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।
উল্লেখ্য, উপজেলায় মোট সক্ষম দম্পতির সংখ্যা- ৮২৫৫৪ জন, গ্রহণ কারীর সংখ্যা ৬৮ হাজার ৫ শত ২২, গ্রহণ কারীর হার সিএআর ৮৩%, খাবার বড়ি গ্রহণকারী ৩২ হাজার ৪ শত ২৮, কনডম ৪ হাজার ৭ শত ৫, ইনজেকশন ১০ হাজার ০৭, আইইউডি, ১৪ শত ৪৮, ইমপ্ল্যান্ট ২ হাজার ৩৪২, স্থায়ী পদ্ধতিতে পুরুষ ৮ হাজার ৩ শত ৭২ ও মহিলা ৯ হাজার ২২০ জন।