রবিবার ১০ ডিসেম্বর ২০২৩ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে বিষপানে আত্মহত্যা একজনের মৃত্যু

আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ

দিনাজপুরের পার্বতীপুরে বড় বোনের উপর অভিমান করে ছোট বোন ভারতী রানী (২৪) বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে, পার্বতীপুর মডেল থানা থেকে আধা কিলোমিটার দুরে সরকার পাড়া গ্রামে। গত বৃহস্পতিবার দুপুরে  পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হয়েছে।  জানা যায়, গত বুধবার রাতে ভারতী রানী বাড়ীর সবার অজান্তে বিষপান করে। পরে ভারতীয় রানী কে ১০ টায় পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাত ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে রাত সাড়ে ১১টায় ল্যাম্ব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সে উপজেলার রামপুর ইউনিয়নের সরকার পাড়া গ্রামের গংগা প্রসাদ লালুয়ার মেয়ে।

এব্যাপারে পার্বতীপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে মানষিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Spread the love