আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ
দিনাজপুরের পার্বতীপুরে এক ব্যবসায়ীর মোটর সাইকেল ছিনতাই হয়েছে। জানা যায়, গত মঙ্গলবার রাতে ফুলবাড়ী থেকে পার্বতীপুর আসার পথে বড়পুকুরিয়া কয়লা খনির শাহগ্রাম বাগড়া এলাকায় মোকারম হোসেন (৩৫) কে ছিনতাইকারী অস্ত্রের মুখে এফজেট কালা-সবুজ রংগের মোটর সাইকেল, দু’টি মোবাইল সেট ও নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে নেয়। সে শহরের গুলশান নগর মহল্লার গনি মিয়ার পুত্র মোকারম হোসেন।