শনিবার ২ ডিসেম্বর ২০২৩ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা লোপাটের ঘটনায় ৫ জন বরখাস্ত

একরামুল হক বেলাল,পার্বতীপুর(দিনাজপুর) থেকেঃ

পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ৩০০মেট্রিক টন কয়লা লোপাটের ঘটনায় খনি কর্তৃপক্ষ ৫জন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে।

জানা গেছে, পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি থেকে সাভারের জিরানীবাজার এলাকার মাসুস আলী নামে এক ব্যবসায়ী রবিন ট্রের্ডাসের অনুকলে ৩০০মেট্রিক টন কয়লার ভুয়া কাগজ-পত্র নিয়ে গত ১৫’মে বৃহস্পতিবার অগ্রনী ব্যাংক,ফুলবাড়ী শাখায়, ৯২০০(সরকারী বিক্রয় মূল্য) টাকা প্রতি টন হিসেবে মোট কয়লার মুল্য ২৭ লাখ ৬০ হাজার টাকা জমা দানের জাল/ভুয়া একটি মুড়ি ও ব্যাংক প্রত্যায়ন পত্র/সাটিফিকেট তৈরী করে এদিন বিকেলেই আনুমান ৩টার দিকে আবেদনের সাথে তা খনির কয়লা বিত্রম্নয় শাখায় জমা দেয়। সেদিন বিকেলে রহস্য জনক ভাবে কাগজ-পত্র জমা হওয়ার ১ ঘন্টার মধ্যে কয়লা ডেলিভারী জন্য অর্ডার হয়ে যায়। শুক্রবার ও শনিবার বিকেল ৩ টার মধ্যে সরকারী ছুটির এ দুই দিনে ১৭ ট্রাকে ৩০০ মেঃ টন কয়লা ডেলিভারী হয়। গেটে কয়লা ডেলিভারী থেকে শুরু করে সকল কাগজ পত্রে রবিন ট্রের্ডাসের প্রপাইটার মাসুম আলী সই স্বাক্ষর করেন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে খনি কর্তৃপক্ষের কাছে ঘটনাটি ফাঁস হলেও রহস্য জনক কারনে তা ধামা চাপা পড়ে যায়। শেষে খনির অভ্যন্তরিন নিরিক্ষণে ব্যাংক হিসাবের সংগে টাকার গড়মিল ধরা পড়লে গত ২০ আগষ্ট ৩০০মেট্রিক টন কয়লার রহস্য উদঘাটনের জন্য জিএম(প্রশাসন) একেএম সিরাজুল ইসলামকে আহবায়ক, জিএম এটিএম নুরম্নজ্জামান চৌধুরি ও ডিজিএম সাইফুল ইসলামকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট একটি তদমত্ম টিম গঠন করা হয়। তদন্ত টিম গোপনে ও প্রকাশ্য বিভিন্ন ভাবে অনুসন্ধান করেন। এর মাঝে কর্তৃপক্ষ গত ২৬ আগষ্ট পার্বতীপুর মডেল থানার বড়পুকুরিয়া তদন্ত কেন্দ্রে একটি সাধারন ডাইরী করেন। পরে কর্তপক্ষ আউট সোসিং কর্মচারী হিসেবে নিয়োগ প্রাপ্ত অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ ও নুসআত ট্রেডার্সের স্বাত্বাধিকারী, আরাফাত রহমানকে আসামী করে খনির ডিএম (প্রশাসন) মাসুদুর রহমান বাদি হয়ে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

গতকাল রবিবার বিকেলে খনি কর্তৃপক্ষ আউট সোসিং কর্মচারী হিসেবে নিয়োগ প্রাপ্ত অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর শাকিল আহাম্মেদ ও পিয়ন রবিউল ইসলাম এবং বিসিএমসিএল’র খনির জেনারেল ম্যানেজার (অর্থ ও হিসাব) আব্দুল মান্নান পাটোয়ারী, ডেপুটি জেনারেল ম্যানেজার গোপাল চন্দ্র সাহা ও ডিএম (সেল্স) কামরুল ইসলামকে সাময়ীক ভাবে বরখাস্ত করা হয়েছে।

এ নিয়ে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিনুজ্জামান বলেন, ৩০০ মেট্রিক টন কয়লার মুল্য পরিশোধ করেছে। আপাতত বিসিএমসিএল’র তিন কর্মকর্তাকে সকল কাজ কর্ম থেকে বিরোত রাখা হয়েছে।

Spread the love