আব্দুল্লাহ আল মামুন,পার্বতীপুর(দিনাজপুর)থেকেঃ
দিনাজপুরের পার্বতীপুরে ভারতীয় হুইস্কিসহ এক জন গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে দিনাজপুর জেল হাজতে পাঠানো হয়েছে। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুরে পার্বতীপুর মডেল থানা পুলিশ কেন্দ্রী বাসটার্মিনাল এলাকা থেকে তিন বোতল ভারতীয় হুইস্কিসহ সেলিম খান (২২) কে হাতে নাতে গ্রেফতার করে। ধৃত সেলিম খান দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চকপাড়া মহল্লার আবুল হোসেন এর পুত্র। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।