
একরামুল হক বেলাল,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে জশাইমোড় বাজারে এক ভয়াবহ অগিণকান্ডে প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল ১৪টি দোকান সম্পূর্ন রুপে ভস্মিভূত হয়েছে।
গতকাল রবিবার দিবাগত রাত ২টার দিকে পার্বতীপুর উপজেলার মমিনপুর ইউপির জশাইমোড় বাজার নামক স্থানে আগুন লাগলে নিমিষেই প্রায় ১৪ দোকান পুড়ে ছাই হয়ে যায়। রাতেই ফায়ার সার্ভিস ও পার্বতীপুর মডেল থানা পুলিশ খবর পেয়ে আগুন নেভাতে সমক্ষ হলেও প্রায় ১৪টি দোকানের মালামাল সম্পূর্ণরুপে ভস্মিভূত হয়। দোকানগুলোর মালিক গৌতম, রুবেল, জলিল, নমন, চেমড়ু, আনোয়ার, রশিদ, মালেক, আজাদ ও বয়জার রহমানের।
বাজারের ক্ষতিগ্রাস্ত ও স্থানীয়দের অভিমত, কে বা কারা শত্রুতার জের ধরে আগুন লাগিয়ে দিতে পারে। আর একারনেই আগুনের লেলিহানশিখা নিমিষেই ছড়িয়ে পড়লে দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
পার্বতীপুর ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সেপেক্টর আনোয়ারুল ইসলাম জানায়, হামিদুল হক এর পান দোকান থেকে ইলেকট্রিক সট সাকিটের কারনে আগুনের সুত্রপাত। এ অগ্নিকান্ডে ১৩টি দোকান সম্পূর্ন রুপে ভস্মিভূত হয়েছে। পার্বতীপুর মডেল অফিসার ইনচার্জ মাহাবুব আলম বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌচ্ছে ক্ষতিগ্রাস্ত কিছু দোকানের মালামাল উদ্ধার করেছেন।