বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ ১৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পার্বতীপুরে মহিলা মাদক ব্যবসায়ীর কারাদন্ড

দিনাজপুর প্রতিনিধি: পার্বতীপুরে এক মহিলা মাদক ব্যবসায়ীকে কারাদন্ড দিয়েছে  ভ্রাম্যমান আদালত।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ইসরাইল হোসেন জানান, সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে পার্বতীপুর শহরের রেলওয়ের সাহেবপাড়া এলাকার মহিলা মাদক ব্যবসায়ী ফিরোজা বেগম(৪৫) এর বাড়ীতে তল­াসী চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাকে হাতে নাতে গ্রেফতার করে পার্বতীপুর রেলওয়ে টাউন ফাড়ির ইনচার্জ এ এস আই আব্দুল বাতেন। একই দিন রাতে ভ্রাম্যমান আদালতের হাজির করা হলে আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার রাহেনুল ইসলাম তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেন।