শনিবার ১০ জুন ২০২৩ ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

পার্বতীপুরে মাদকাসক্ত পুত্রকে পুলিশে দিলেন পিতা

মনজুরুল আলম, ষ্টাফ রিপোর্টার, পার্বতীপুর : দিনাজপুরের পার্বতীপুরে মোসলেম উদ্দিন (৩২) নামে এক মাদকাসক্ত পুত্রকে পুলিশের হাতে সোপর্দ করেন এক পিতা। পরে ভ্রাম্যমান আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

মোসলেম উদ্দিন (৩২) উপজেলার হাবড়া ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের আঃ রহমানের পুত্র।

বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ভ্রাম্যমান আদালতে এ রায় প্রদান করেন।

পার্বতীপুর মডেল থানার ওসি মোঃ মাহামুদুল আলম জানান, উপজেলার হাবড়া ইউনিয়নের উত্তর রসুলপুর গ্রামের আঃ রহমানের পুত্র মোসলেম উদ্দিন (৩২) দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য সেবন করতো। নেশার টাকা না পেলে পরিবারের সকলের সাথে অশান্তি সৃষ্টি করতো। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার রাতে তার পিতা তাকে থানা পুলিশে সোপর্দ করে। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালত তাকে এক বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।